বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি। এটি রেখেই চলছে রাস্তা পুনঃসংস্কার কাজ। খুঁটিটির কারণে রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলে দুর্ঘটনার পড়ছেন মানুষ। নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া এলাকার রাস্তার মাঝ থেকে এই খুঁটি সরানোর দাবি জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তাটি পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা পেড়াবাড়িয়া মহল্লা হয়ে মুরাদপুর এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। দীর্ঘ কয়েক বছর আগে ওই খুঁটি রেখেই রাস্তাটি পাকা করা হয়েছিল। এরপর স্থানীয়রা এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। আবার পুনঃ সংস্কারের সময়ও খুঁটিটি না সরানোতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাই তাঁরা দ্রুত খুঁটিটি সরানোর দাবি জানিয়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বাগাতিপাড়া পৌরসভা ৪৬ লাখ ৮৩ হাজার ৩৬৩ টাকা চুক্তি মূল্যে কাজটি করছেন পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান কোমর।
পেড়াবাড়িয়া মহল্লার মুস্তাফিজুর রহমান মিঠু বলেন, ‘রাস্তার মাঝ থেকে খুঁটিটি সরানোর জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাজ হয়নি। ফলে প্রথম থেকেই ওই খুঁটির কারণে চার চাকার কোনো গাড়ি রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারে না। এমনকি মাঠের ফসল পরিবহনে খুঁটিটির জন্য বিকল্প রাস্তা ব্যবহারে বাড়তি খরচ লাগে। তাই দ্রুত ওই খুঁটিটি অপসারণের দাবি জানাই।’
মুরাদপুর মহল্লার আতাউর রহমান জানান, এটি তাদের যাতায়াতের প্রধান রাস্তা। রাতের আঁধারে যাতায়াতের সময় বৈদ্যুতিক খুঁটির কারণে তাদের অনেক সমস্যা হয়। মাঝেমধ্যে ওই স্থানে দুর্ঘটনাও ঘটে। খুঁটিটি যেন অপসারণ হয় এর জোর দাবি জানান তিনি।
ঠিকাদার কামরুজ্জামান কোমর বলেন, বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।
বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মঞ্জুর রহমান বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষ স্থানান্তরের ফি পরিশোধ করলে দ্রুত খুঁটিটি সরানো হবে।
বাগাতিপাড়া পৌরসভার মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে পৌরসভার আগামী মিটিংয়ে আলোচনা করে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।
রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি। এটি রেখেই চলছে রাস্তা পুনঃসংস্কার কাজ। খুঁটিটির কারণে রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলে দুর্ঘটনার পড়ছেন মানুষ। নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া এলাকার রাস্তার মাঝ থেকে এই খুঁটি সরানোর দাবি জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তাটি পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা পেড়াবাড়িয়া মহল্লা হয়ে মুরাদপুর এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। দীর্ঘ কয়েক বছর আগে ওই খুঁটি রেখেই রাস্তাটি পাকা করা হয়েছিল। এরপর স্থানীয়রা এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। আবার পুনঃ সংস্কারের সময়ও খুঁটিটি না সরানোতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাই তাঁরা দ্রুত খুঁটিটি সরানোর দাবি জানিয়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বাগাতিপাড়া পৌরসভা ৪৬ লাখ ৮৩ হাজার ৩৬৩ টাকা চুক্তি মূল্যে কাজটি করছেন পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান কোমর।
পেড়াবাড়িয়া মহল্লার মুস্তাফিজুর রহমান মিঠু বলেন, ‘রাস্তার মাঝ থেকে খুঁটিটি সরানোর জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাজ হয়নি। ফলে প্রথম থেকেই ওই খুঁটির কারণে চার চাকার কোনো গাড়ি রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারে না। এমনকি মাঠের ফসল পরিবহনে খুঁটিটির জন্য বিকল্প রাস্তা ব্যবহারে বাড়তি খরচ লাগে। তাই দ্রুত ওই খুঁটিটি অপসারণের দাবি জানাই।’
মুরাদপুর মহল্লার আতাউর রহমান জানান, এটি তাদের যাতায়াতের প্রধান রাস্তা। রাতের আঁধারে যাতায়াতের সময় বৈদ্যুতিক খুঁটির কারণে তাদের অনেক সমস্যা হয়। মাঝেমধ্যে ওই স্থানে দুর্ঘটনাও ঘটে। খুঁটিটি যেন অপসারণ হয় এর জোর দাবি জানান তিনি।
ঠিকাদার কামরুজ্জামান কোমর বলেন, বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।
বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মঞ্জুর রহমান বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষ স্থানান্তরের ফি পরিশোধ করলে দ্রুত খুঁটিটি সরানো হবে।
বাগাতিপাড়া পৌরসভার মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে পৌরসভার আগামী মিটিংয়ে আলোচনা করে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৩ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩০ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৬ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৮ মিনিট আগে