নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলামের (৪৭) ওপর হামলা চালানো হয়েছে। গতকাল রোববার রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম শরিফের লোকজন এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে ওই পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে গুরুতর অবস্থায় শহিদুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় জখম হয়েছে।
এ বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক অভিযোগ করেন, ‘গতকাল রোববার রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বড় ভাই ও আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মী আমার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে বলেন। একপর্যায়ে তাঁরা আমার প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুলের বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করা হয়। এর আগে প্রচারের শুরুর দিকে আমার ওপর শরিফের কর্মীরা হামলা চালান। ওই ঘটনার বিচার হয়নি, এখন আমার কর্মীর ওপর হামলার ঘটনা ঘটল। এ ঘটনার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আমার শঙ্কা তৈরি হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘আমি ও আমার কর্মীরা কেন্দ্রে এজেন্ট দেওয়ার কাজ নিয়ে দুই দিন ধরে ব্যস্ত আছি। আমার কোনো অনুসারী হামলার সঙ্গে জড়িত নয়।’
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ আলী সম্রাট বলেন, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মারধর করা হয়েছে। তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলামের (৪৭) ওপর হামলা চালানো হয়েছে। গতকাল রোববার রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম শরিফের লোকজন এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে ওই পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে গুরুতর অবস্থায় শহিদুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় জখম হয়েছে।
এ বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক অভিযোগ করেন, ‘গতকাল রোববার রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বড় ভাই ও আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মী আমার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে বলেন। একপর্যায়ে তাঁরা আমার প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুলের বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করা হয়। এর আগে প্রচারের শুরুর দিকে আমার ওপর শরিফের কর্মীরা হামলা চালান। ওই ঘটনার বিচার হয়নি, এখন আমার কর্মীর ওপর হামলার ঘটনা ঘটল। এ ঘটনার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আমার শঙ্কা তৈরি হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘আমি ও আমার কর্মীরা কেন্দ্রে এজেন্ট দেওয়ার কাজ নিয়ে দুই দিন ধরে ব্যস্ত আছি। আমার কোনো অনুসারী হামলার সঙ্গে জড়িত নয়।’
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ আলী সম্রাট বলেন, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মারধর করা হয়েছে। তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি দুই বারকিশ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
৪ মিনিট আগেকক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেহবিগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের আমিরচান কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা ক
৯ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালীগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন একই এলাকার জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর ছেলে জিহাদ (৯)।
১৫ মিনিট আগে