Ajker Patrika

যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত শিশুর মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত শিশুর মরদেহ

সিরাজগঞ্জে তেবাড়িয়া এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৯) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার দুপুর ৩টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়িয়া এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

সিরাজগঞ্জের চৌহালী নৌ-থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে যমুনা নদীর তেবাড়িয়া এলাকায় এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি নৌ পুলিশকে অবগত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির পরনে শুধু কালো রঙ্গের একটি প্যান্ট ছিল। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘শিশুটির মরদেহ নাগরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিচয় না পেলে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত