Ajker Patrika

শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২১
শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত: ডেপুটি স্পিকার

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলে আমরা স্বাধীনতা পেয়েছি এবং শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত হয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পাবনার সাঁথিয়ায় থানাপাড়সংলগ্ন ইছামতী নদীতে নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, ‘আল্লাহর ইচ্ছায় বঙ্গবন্ধু আমাদের দেশে ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একইভাবে শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত। তিনি সোনার বাংলা বিনির্মাণের পথ প্রশস্ত করেছেন। তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন।’

এ সময় তিনি সপ্তাহব‌্যাপী নৌকাবাইচের শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘শেখ হাসিনা না থাকলে আজকে যে আনন্দমুখর পরিবেশে নৌকাবাইচ শুরু হলো, তা থাকত না। জাতির পিতা তাঁর ৫৫ বছরের জীবনের ১৪ বছর কারাগারের অন্তরালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা অর্জনের উৎসবকে ম্লান করে দিয়েছিল। 

‘এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ধীরে ধীরে তা আবার জাগ্রত করেছেন। সারা বিশ্বে যেখানেই নির্যাতন হোক তার বিরুদ্ধে কথা বলেন শেখ হাসিনা। তিনি আপামর জনতার নেত্রী। মহান এই নেত্রীর জন্মদিনকে সামনে রেখে আমরা প্রতিবছর কৃষক বিনোদন ও নৌকাবাইচের আয়োজন করে থাকি। নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, কৃষক, যুবক, মাঝি-মাল্লা ও উন্নয়নের প্রতীক।’

সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এবং পাবনা জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন, বেড়া পৌর চেয়ারম্যান এস এম আসিফ রঞ্জন শামস, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনসহ বেড়া-সাঁথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত