Ajker Patrika

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

রাবি প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫: ৫৫
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন, চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুজন নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত