নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ছেলের মারধরে বুকের হাড় ভেঙে যাওয়া বৃদ্ধা মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ওই নারীর নাম মালতি রানী (৬৫)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এরপর মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই নারীর স্বামী আগেই মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫০ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। গত ৯ মে মাকে নির্যাতন করেন তাঁর ছেলে। এরপর স্বজনেরা ওই ছেলেকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেন। মায়ের মৃত্যুর পরও ফিরতে পারেননি ভারতে থাকা ছেলে।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, এই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছিল। তাতে বুকের হাড় ভেঙে যায়। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৬ মে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর সেখানেই ছিলেন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছিল। দামি দামি অনেক ওষুধ সরকারিভাবে সরবরাহ না থাকলেও এই নারীকে দেওয়া হচ্ছিল। তারপরও তাকে বাঁচানো যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন স্বজনেরা চাইলেই হত্যা মামলা করতে পারবেন। তারা মামলা না করলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করবে।
রাজশাহীতে ছেলের মারধরে বুকের হাড় ভেঙে যাওয়া বৃদ্ধা মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ওই নারীর নাম মালতি রানী (৬৫)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এরপর মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই নারীর স্বামী আগেই মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। ৫০ বছর বয়সী আরেক ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। গত ৯ মে মাকে নির্যাতন করেন তাঁর ছেলে। এরপর স্বজনেরা ওই ছেলেকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেন। মায়ের মৃত্যুর পরও ফিরতে পারেননি ভারতে থাকা ছেলে।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, এই নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়েছিল। তাতে বুকের হাড় ভেঙে যায়। অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পরই তাঁকে দুই ব্যাগ রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৬ মে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর সেখানেই ছিলেন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সব দায়-দায়িত্ব রামেক হাসপাতালের আইসিইউর জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছিল। দামি দামি অনেক ওষুধ সরকারিভাবে সরবরাহ না থাকলেও এই নারীকে দেওয়া হচ্ছিল। তারপরও তাকে বাঁচানো যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন স্বজনেরা চাইলেই হত্যা মামলা করতে পারবেন। তারা মামলা না করলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করবে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
১৭ মিনিট আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
১৮ মিনিট আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১ ঘণ্টা আগে