পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, বিয়ে করতে যাবেন হেলিকপ্টারে করে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে গেলেন প্রবাসী বর সাজিদ খান (২৭)। হেলিকপ্টারে করেই বউকে বাড়ি নিয়ে এলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে হেলিকপ্টারে চরে কনের বাড়ির পাশে একটি ইটভাটায় নামেন বর সাজিদ খান। এ সময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।
সেখান থেকে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট কারে কনের বাড়ি যান। এ ছাড়া সাতটি মাইক্রোবাসে শতাধিক বরযাত্রী যায় কনের বাড়ি।
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বারথাপুকুর চালা গ্রামের মৃত লোকমান খানের ছেলে প্রবাসী বর মো. সাজিদ খান। আর কনে মেঘনা খামারপাড়া গ্রামের নূরুল ইসলাম মেয়ে সুমাইয়া আক্তার সাইমা (১৮)।
এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে আজকের দিনটির অপেক্ষায় ছিলেন। গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি এলাকাবাসী।
বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ২৫-৩০ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে, প্রায় লক্ষাধিক টাকা।
এলাকাবাসী জানান, তাঁদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার নেমেছে। তা-ও আবার বিয়ে করতে এসেছেন বর। তাঁদের ছেলেমেয়েরা বিষয়টি শুনে আগে থেকেই আবদার করেছিল হেলিকপ্টার দেখতে যাবে। হেলিকপ্টার দেখে পাশাপাশি ছেলে-মেয়েরাও অনেক খুশি। বিষয়টা ভালোই লেগেছ।
বর মো. সাজিদ খান বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন।’ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে সুমাইয়াকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।
ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, বিয়ে করতে যাবেন হেলিকপ্টারে করে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে গেলেন প্রবাসী বর সাজিদ খান (২৭)। হেলিকপ্টারে করেই বউকে বাড়ি নিয়ে এলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে হেলিকপ্টারে চরে কনের বাড়ির পাশে একটি ইটভাটায় নামেন বর সাজিদ খান। এ সময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।
সেখান থেকে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট কারে কনের বাড়ি যান। এ ছাড়া সাতটি মাইক্রোবাসে শতাধিক বরযাত্রী যায় কনের বাড়ি।
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বারথাপুকুর চালা গ্রামের মৃত লোকমান খানের ছেলে প্রবাসী বর মো. সাজিদ খান। আর কনে মেঘনা খামারপাড়া গ্রামের নূরুল ইসলাম মেয়ে সুমাইয়া আক্তার সাইমা (১৮)।
এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে আজকের দিনটির অপেক্ষায় ছিলেন। গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি এলাকাবাসী।
বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ২৫-৩০ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে, প্রায় লক্ষাধিক টাকা।
এলাকাবাসী জানান, তাঁদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার নেমেছে। তা-ও আবার বিয়ে করতে এসেছেন বর। তাঁদের ছেলেমেয়েরা বিষয়টি শুনে আগে থেকেই আবদার করেছিল হেলিকপ্টার দেখতে যাবে। হেলিকপ্টার দেখে পাশাপাশি ছেলে-মেয়েরাও অনেক খুশি। বিষয়টা ভালোই লেগেছ।
বর মো. সাজিদ খান বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন।’ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে সুমাইয়াকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২৮ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৩৮ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৪১ মিনিট আগে