Ajker Patrika

রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা
রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর গোদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্রের নাম মো. আসিফ মুস্তাহিদ (১৪)। সে রাজবাড়ী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। এ ছাড়া সে শহরের ইয়াছিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী

স্বজন ও স্থানীয়দের বরাতে ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. নেছার আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোদার বাজার পদ্মা নদীতে তিন বন্ধুসহ আসিফ গোসল করতে নামে। নদীর মাঝে চর জাগায় তারা সাঁতরে চরে যায়। সেখান থেকে ফেরার পর নদীর পাড়ে এসে আসিফের খোঁজ না পেয়ে স্বজনদের জানায়। বেলা পৌনে ২টার দিকে খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে।

মো. নেছার আলী আরও জানান, নদীতে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরিদল তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত নদীতে উদ্ধার তৎপরতা চালিয়েও আসিফের খোঁজ পাওয়া যায়নি। পরে উদ্ধার তৎপরতা শেষ করা হয়। আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা চালাবেন বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

জাপা ও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: জি এম কাদের

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ