পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এসব ঘটনা ঘটে।
গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র-জনতা এই প্রতিক্রিয়া দেখায়।
এলাকাবাসী জানায়, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে। রাত ১টার দিকে একদল ছাত্র-জনতা পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় জনতাকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে জানতে পেরেছি।’
উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেবেন। রাত ৯টায় শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। রাত ১২টার দিকে তৎপর হতে দেখা যায় তাদের।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এসব ঘটনা ঘটে।
গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র-জনতা এই প্রতিক্রিয়া দেখায়।
এলাকাবাসী জানায়, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে। রাত ১টার দিকে একদল ছাত্র-জনতা পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় জনতাকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে জানতে পেরেছি।’
উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেবেন। রাত ৯টায় শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। রাত ১২টার দিকে তৎপর হতে দেখা যায় তাদের।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের একটি দল। এ সময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করে।
২২ মিনিট আগেপিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা
৩৫ মিনিট আগেএনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
৩৮ মিনিট আগেএবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
১ ঘণ্টা আগে