পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর সাতকাছিমা গ্রামে স্ত্রীর মর্যাদা পেতে মো. রবিউল ইসলাম খানের (২৬) বাড়িতে নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের মো. ফায়জুল খানের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল ইসলাম খান ওই গ্রামের মো. ছালেক খানের ছেলে।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী রবিউলের ঘরের দরজার সামনে অবস্থান করছে। এ সময় তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে বলে, ‘গত চার দিন ধরে স্বামী রবিউল ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।’
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর একমাত্র মেয়েকে বিয়ে করতে রবিউল ও তাঁর পরিবার তাঁকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে গত বছরের ৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ার অজুহাত দেখিয়ে তাঁরা স্থানীয় হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর থেকে জামাতা রবিউল যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধরসহ চাপ দিতে থাকেন। পরে তাঁর চাহিদামতো ১ লাখ টাকা দেওয়া হয়। ঈদের আগে আবারও ব্যবসার কথা বলে টাকা আনতে বললে তাঁর মেয়ে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ কারণে তাকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ওই কিশোরীকে বিয়ে করিনি। আমার বিরুদ্ধে বিয়ের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর মা আমার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাঁকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে ইউএনও শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ বলেন, ‘ওই কিশোরী ও তার মা আমার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
পিরোজপুরের নাজিরপুর সাতকাছিমা গ্রামে স্ত্রীর মর্যাদা পেতে মো. রবিউল ইসলাম খানের (২৬) বাড়িতে নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের মো. ফায়জুল খানের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল ইসলাম খান ওই গ্রামের মো. ছালেক খানের ছেলে।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী রবিউলের ঘরের দরজার সামনে অবস্থান করছে। এ সময় তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে বলে, ‘গত চার দিন ধরে স্বামী রবিউল ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।’
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর একমাত্র মেয়েকে বিয়ে করতে রবিউল ও তাঁর পরিবার তাঁকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে গত বছরের ৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ার অজুহাত দেখিয়ে তাঁরা স্থানীয় হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর থেকে জামাতা রবিউল যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধরসহ চাপ দিতে থাকেন। পরে তাঁর চাহিদামতো ১ লাখ টাকা দেওয়া হয়। ঈদের আগে আবারও ব্যবসার কথা বলে টাকা আনতে বললে তাঁর মেয়ে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ কারণে তাকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ওই কিশোরীকে বিয়ে করিনি। আমার বিরুদ্ধে বিয়ের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর মা আমার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাঁকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে ইউএনও শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ বলেন, ‘ওই কিশোরী ও তার মা আমার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে আজ সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। প্রেমের সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
৩৯ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে