পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুলনার রূপসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল হাকিম মাতুব্বর (৭০) পেশায় একজন দিনমজুর। তিনি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামি আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলিয়ে খুলনার রূপসা এলাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যাচেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন তিনি ছদ্মবেশে খুলনার রূপসা এলাকায় ছিলেন। তাঁকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুলনার রূপসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল হাকিম মাতুব্বর (৭০) পেশায় একজন দিনমজুর। তিনি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামি আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলিয়ে খুলনার রূপসা এলাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যাচেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন তিনি ছদ্মবেশে খুলনার রূপসা এলাকায় ছিলেন। তাঁকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
১৭ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।
৩৮ মিনিট আগেময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
৪০ মিনিট আগে