পিরোজপুর প্রতিনিধি
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সমান অধিকার। সুতরাং হিন্দু ভাইবোনেরা আমার ভাই, আমার বোন। আমরা একসঙ্গে মিলেমিশে থাকব।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ-চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত আয়োজিত এক জনসভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন মাসুদ সাঈদী।
মাসুদ সাঈদী আরও বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, মেহেরবানি করে আপনাদের যে সম্মান দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দিয়ে সম্মানের সঙ্গে আপনাদের নিজ নিজ জায়গায় ফিরে যান।’
এ সময় মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে। একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে। বর্তমানের এই সংবিধানের অধীনে আদতে যদি নির্বাচন হয়, তাহলে যাকেই আপনি ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন, তিনিই স্বৈরাচারী হতে বাধ্য। আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসনব্যবস্থা চাই। আমরা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশও চাই।’
উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সমান অধিকার। সুতরাং হিন্দু ভাইবোনেরা আমার ভাই, আমার বোন। আমরা একসঙ্গে মিলেমিশে থাকব।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ-চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত আয়োজিত এক জনসভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন মাসুদ সাঈদী।
মাসুদ সাঈদী আরও বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, মেহেরবানি করে আপনাদের যে সম্মান দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দিয়ে সম্মানের সঙ্গে আপনাদের নিজ নিজ জায়গায় ফিরে যান।’
এ সময় মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে। একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে। বর্তমানের এই সংবিধানের অধীনে আদতে যদি নির্বাচন হয়, তাহলে যাকেই আপনি ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন, তিনিই স্বৈরাচারী হতে বাধ্য। আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসনব্যবস্থা চাই। আমরা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশও চাই।’
উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।
টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
১৯ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।
৪১ মিনিট আগেময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
৪৩ মিনিট আগে