নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে আসন্ন স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মইনুল হাসান। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. মইনুল হাসান বলেন, ‘আমাদের বিএনপিতে একদল আওয়ামী দোসর অনুপ্রবেশ করেছে, যারা নানাভাবে ঝামেলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় স্বরূপকাঠি পৌর বিএনপির ওয়ার্ড কমিটিও হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওয়ার্ড কমিটির মাধ্যমে পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পার্টি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত গোলযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, কাউন্সিল নাও হতে পারে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাউন্সিল বানচাল করার চেষ্টা করছে।’
তিনি দাবি করেন, ‘আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চাই। তাই অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. রাসেল কবির, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নাসির হোসেন, সম্পাদক মো. রুহুল আমীন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সম্পাদক মো. কাওসার প্রমুখ।
পিরোজপুরের নেছারাবাদে আসন্ন স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মইনুল হাসান। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. মইনুল হাসান বলেন, ‘আমাদের বিএনপিতে একদল আওয়ামী দোসর অনুপ্রবেশ করেছে, যারা নানাভাবে ঝামেলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় স্বরূপকাঠি পৌর বিএনপির ওয়ার্ড কমিটিও হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওয়ার্ড কমিটির মাধ্যমে পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পার্টি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত গোলযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, কাউন্সিল নাও হতে পারে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাউন্সিল বানচাল করার চেষ্টা করছে।’
তিনি দাবি করেন, ‘আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চাই। তাই অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. রাসেল কবির, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নাসির হোসেন, সম্পাদক মো. রুহুল আমীন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সম্পাদক মো. কাওসার প্রমুখ।
আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত দল হওয়া মানে তাদের সব কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।
৮ মিনিট আগেগাজীপুরে কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কার করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। আরেক নারী এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার খিড়াটি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে ঘটনাস্থলে যান কাপাসিয়া ফায়ার সার্ভিসের
১৮ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় বনগ্রাম জনতা ব্যাংক শাখার ম্যানেজার হেমায়েত করিমকে গ্রাহকদের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যাংকজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ব্যাংক ম্যানেজার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আজ রোববার সকাল থেকে বনগ্রাম জনতা ব্যাংক শাখায় গ্রাহকদের ভিড়।
১৮ মিনিট আগেমাদারীপুরে বাসের ধাক্কায় শাহ আলম মাতুব্বর (৫০) নামের এক চা-দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহিন্দ্রার চার যাত্রী। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে