নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ বকাউল (২৫) পিরোজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত।
উপজেলার জগন্নাথকাঠি বাজারের ব্যবসায়ী মো. হুসাইনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ নভেম্বর থানায় তিনি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য জাহিদ গত ২৯ নভেম্বর ছারছীনা শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা পাঠাতে (সেন্ড মানি) বলেন। ওই নম্বর দুটিতে টাকা পাঠানোর পর দোকানি টাকা চাইলে জাহিদ বলেন, ‘ডিউটি শেষ করে দিতেছি।’ একপর্যায়ে টাকা না দিয়ে চলে গেলে দোকানি বিষয়টি থানায় জানান। পুলিশ তদন্ত সাপেক্ষে তাঁকে গ্রেপ্তার করে।
হুসাইন বলেন, ‘কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।’ ওই পুলিশ সদস্য একইভাবে একটি দোকান থেকে ২০ হাজার ও আরেকটি দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলেও জানা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ বকাউল (২৫) পিরোজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত।
উপজেলার জগন্নাথকাঠি বাজারের ব্যবসায়ী মো. হুসাইনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ নভেম্বর থানায় তিনি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য জাহিদ গত ২৯ নভেম্বর ছারছীনা শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা পাঠাতে (সেন্ড মানি) বলেন। ওই নম্বর দুটিতে টাকা পাঠানোর পর দোকানি টাকা চাইলে জাহিদ বলেন, ‘ডিউটি শেষ করে দিতেছি।’ একপর্যায়ে টাকা না দিয়ে চলে গেলে দোকানি বিষয়টি থানায় জানান। পুলিশ তদন্ত সাপেক্ষে তাঁকে গ্রেপ্তার করে।
হুসাইন বলেন, ‘কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।’ ওই পুলিশ সদস্য একইভাবে একটি দোকান থেকে ২০ হাজার ও আরেকটি দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলেও জানা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
২১ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
৪৩ মিনিট আগে