পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর ধর্ষণের শিকার ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গতকাল রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী ছোটবেলা থেকে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। কয়েক দিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর আশপাশে ঘোরাফেরা করছিলেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাইরে যান ওই কিশোরীর মা। সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পান তার মা। তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সঙ্গে হাসানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
এ সময় দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত হাসান। বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তাঁর কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুপুকে মারধর করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর ধর্ষণের শিকার ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গতকাল রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী ছোটবেলা থেকে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। কয়েক দিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর আশপাশে ঘোরাফেরা করছিলেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাইরে যান ওই কিশোরীর মা। সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পান তার মা। তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সঙ্গে হাসানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
এ সময় দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত হাসান। বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তাঁর কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুপুকে মারধর করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
কারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৩ মিনিট আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। ইতিমধ্যে শেষ হয়েছে ভোটের প্রচার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এরপর একই দিনে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু ও হল সংসদ নির্বাচনে
৩ ঘণ্টা আগেমিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে