Ajker Patrika

ঘূর্ণিঝড় দানার প্রভাবে কুয়াকাটায় ১৩ ঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়েছে। ছবি: আজকের পত্রিকা
ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়েছে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটার তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়। স্থানীয়রা বলেন, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে পড়ে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’

জামাল সরদার বলেন, ‘প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় আমের গাছও উপড়ে পড়ে।

ঘূর্ণিঝড়-ৎ২

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে ১৩টি টিনের ঘর ও অনেকগুলো গাছ দমকা হাওয়ার কারণে উপড়ে পড়েছে। ক্ষয়ক্ষতি হিসাব করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ