কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তানভীর আজবাল হৃদয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন লেম্বুর চরে এ যৌথ অভিযান চলে। এ সময় ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, অভিযানকালে ট্রলারে জালের মধ্যে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা এবং পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরও ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। তাঁরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। পরে ইয়াবাগুলো মহিপুর থানায় হস্তান্তর এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।
এদিকে অভিযুক্তদের মধ্যে মোফাচ্ছেল হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।’
পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তানভীর আজবাল হৃদয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন লেম্বুর চরে এ যৌথ অভিযান চলে। এ সময় ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, অভিযানকালে ট্রলারে জালের মধ্যে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা এবং পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরও ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। তাঁরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। পরে ইয়াবাগুলো মহিপুর থানায় হস্তান্তর এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।
এদিকে অভিযুক্তদের মধ্যে মোফাচ্ছেল হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।’
চাঁদপুর জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে আটটি নিয়ম বেঁধে দেওয়া হয়। কিন্তু এ নিয়ম মানতে নারাজ অটোরিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহনের চালকেরা। তাঁরা শহরের প্রবেশমুখে যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে সকাল ১০টা
১৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম
২৩ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
৩১ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
১ ঘণ্টা আগে