পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌ পুলিশের যৌথ অভিযানে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।
মৃত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।
রাঙ্গাবালী নৌ পুলিশকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় লাশটি বুড়াগৌরাঙ্গ নদে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা লিডার মজিবুর রহমান বলেন, ‘গতকাল বেলা ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্থানীয় নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি।’
এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদে পড়ে যান আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই অন্য জেলে এবং নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড অভিযানে যোগ দেয়। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও আজ সকাল থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ পুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌ পুলিশের যৌথ অভিযানে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।
মৃত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।
রাঙ্গাবালী নৌ পুলিশকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় লাশটি বুড়াগৌরাঙ্গ নদে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা লিডার মজিবুর রহমান বলেন, ‘গতকাল বেলা ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্থানীয় নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি।’
এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদে পড়ে যান আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই অন্য জেলে এবং নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড অভিযানে যোগ দেয়। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও আজ সকাল থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ পুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
জেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’
৬ মিনিট আগেখুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।
৩৩ মিনিট আগেরাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলম ট্রেডার্স নামের একটি রাসায়নিক গুদাম ও পাশের একটি পোশাক কারখানায় আগুন লাগে। এতে ১৬ জনের প্রাণহানির কথা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
১ ঘণ্টা আগে