দুই লাখ টাকা দিলে ঘরের মেঝের মাটি খুঁড়ে ৩ হাঁড়ি ভর্তি সোনা পাওয়া যাবে। এমন প্রলোভন দেখিয়ে মো. রুবেল মোল্লা (৪২) নামে প্রতারক এক পরিবারের কাছ থেকে টাকা নিয়েছেন বলে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া নবরত্ন গ্রামে এ ঘটনা ঘটে। পরে রুবেল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতারক রুবেল ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুর রব মোল্লার ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাস আগে রুবেল মোল্লা কালাইয়া ইউনিয়নে আসে। তিনি নিজেকে বিশেষ ক্ষমতার অধিকারী দাবি করে নবরত্ন গ্রামের এক বাড়িতে বসবাস শুরু করেন। একপর্যায়ে ওই বাড়ির সদস্যদের জানান, তাঁর সঙ্গে ঝুমকা ও রতন মালা নামে দুই পরী থাকে। ওই পরী দিয়ে মাটির নিচের গুপ্তধন বের করে আনা সম্ভব। তাঁদের ঘরের মেঝের মাটির নিচে সোনা ভর্তি ৩ হাঁড়ি আছে। প্রতি হাঁড়ি জন্য তাঁকে দুই লাখ টাকা দিতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক রুবেল এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে এ ধরনের প্রতারণা করে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।
ওই বাড়ির সদস্য মুক্তা বেগম (২৫) বলেন, আমরা রুবেলকে ১ লাখ ৭০ হাজার টাকা দিলে রাতের বেলা ঘর বন্ধ করে ঘরের মেঝের মাটি খুঁড়ে একটি মাটির হাঁড়ি বের করেন। যার মধ্যে বেশ কিছু অলংকার দেখা যায়। অলংকারগুলো স্থানীয় একটি সোনা-রুপার অলংকার তৈরির দোকানে নিয়ে গেলে সেগুলো দস্তার তৈরি বলে জানান স্বর্ণকার। পরে রুবেলকে টাকার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে রুবেলকে গ্রেপ্তার করেন।
প্রতারক রুবেল মোল্লা বলেন, আমি মুক্তাদের কাছ থেকে মাত্র ২০ হাজার টাকা নিয়েছি।
সোনার অলংকার কীভাবে দেবেন?-এমন প্রশ্নের জবাবে রুবেল মোল্লা বলেন, ‘আমার মধ্যে অসীম শক্তি আছে। যার মাধ্যমে আমি হাঁড়ির ওই গয়নাগুলো সোনায় পরিণত করতে পারব। ওই মানুষগুলো আমাকে সেই সময়টুকু দিতে চায় না।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, প্রতারককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে মুক্তা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
দুই লাখ টাকা দিলে ঘরের মেঝের মাটি খুঁড়ে ৩ হাঁড়ি ভর্তি সোনা পাওয়া যাবে। এমন প্রলোভন দেখিয়ে মো. রুবেল মোল্লা (৪২) নামে প্রতারক এক পরিবারের কাছ থেকে টাকা নিয়েছেন বলে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া নবরত্ন গ্রামে এ ঘটনা ঘটে। পরে রুবেল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতারক রুবেল ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুর রব মোল্লার ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাস আগে রুবেল মোল্লা কালাইয়া ইউনিয়নে আসে। তিনি নিজেকে বিশেষ ক্ষমতার অধিকারী দাবি করে নবরত্ন গ্রামের এক বাড়িতে বসবাস শুরু করেন। একপর্যায়ে ওই বাড়ির সদস্যদের জানান, তাঁর সঙ্গে ঝুমকা ও রতন মালা নামে দুই পরী থাকে। ওই পরী দিয়ে মাটির নিচের গুপ্তধন বের করে আনা সম্ভব। তাঁদের ঘরের মেঝের মাটির নিচে সোনা ভর্তি ৩ হাঁড়ি আছে। প্রতি হাঁড়ি জন্য তাঁকে দুই লাখ টাকা দিতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক রুবেল এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে এ ধরনের প্রতারণা করে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।
ওই বাড়ির সদস্য মুক্তা বেগম (২৫) বলেন, আমরা রুবেলকে ১ লাখ ৭০ হাজার টাকা দিলে রাতের বেলা ঘর বন্ধ করে ঘরের মেঝের মাটি খুঁড়ে একটি মাটির হাঁড়ি বের করেন। যার মধ্যে বেশ কিছু অলংকার দেখা যায়। অলংকারগুলো স্থানীয় একটি সোনা-রুপার অলংকার তৈরির দোকানে নিয়ে গেলে সেগুলো দস্তার তৈরি বলে জানান স্বর্ণকার। পরে রুবেলকে টাকার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে রুবেলকে গ্রেপ্তার করেন।
প্রতারক রুবেল মোল্লা বলেন, আমি মুক্তাদের কাছ থেকে মাত্র ২০ হাজার টাকা নিয়েছি।
সোনার অলংকার কীভাবে দেবেন?-এমন প্রশ্নের জবাবে রুবেল মোল্লা বলেন, ‘আমার মধ্যে অসীম শক্তি আছে। যার মাধ্যমে আমি হাঁড়ির ওই গয়নাগুলো সোনায় পরিণত করতে পারব। ওই মানুষগুলো আমাকে সেই সময়টুকু দিতে চায় না।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, প্রতারককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে মুক্তা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গাজীপুরে কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কার করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। আরেক নারী এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার খিড়াটি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে ঘটনাস্থলে যান কাপাসিয়া ফায়ার সার্ভিসের
২ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় বনগ্রাম জনতা ব্যাংক শাখার ম্যানেজার হেমায়েত করিমকে গ্রাহকদের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যাংকজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ব্যাংক ম্যানেজার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আজ রোববার সকাল থেকে বনগ্রাম জনতা ব্যাংক শাখায় গ্রাহকদের ভিড়।
২ মিনিট আগেমাদারীপুরে বাসের ধাক্কায় শাহ আলম মাতুব্বর (৫০) নামের এক চা-দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহিন্দ্রার চার যাত্রী। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে চিকিৎসকের অবহেলায় শাহ আলম (৫০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করেছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে