পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পালিয়ে গেছেন ৯-১০ জন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে হাইড্রোলিক কাটার, কাটিং প্লায়ার্স ও চাকু জব্দ করে বিজিবি।
আজ শনিবার বিকেলে ৪ জনসহ অজ্ঞাতনামা ৯–১০ জনের বিরুদ্ধে বিজিবি তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করে। ওই মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজ ভোরে তেঁতুলিয়া উপজেলার কানাকাটা সীমান্তে টহল দেওয়ার সময় শারিয়ালজোত বিওপির সদস্যরা সীমান্তে গুলির শব্দ শুনতে পান। পরে সীমান্তের বেরং নদীসংলগ্ন কানকাটা এলাকার ৪৩৭/৫ পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছানো মাত্রই তাঁরা দেখতে পান ১৩–১৪ জন কাঁটাতারের দিক থেকে দৌড়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন।
এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যান। তাঁদের কাছে একটি হাইড্রোলিক কাটার, দুটি কাটিং প্লায়ার্স ও একটি চাকু জব্দ করা হয়।
বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁরা পালিয়ে আসেন। চোরাচালানের উদ্দেশ্যে তাঁরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, বিজিবি সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পালিয়ে গেছেন ৯-১০ জন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে হাইড্রোলিক কাটার, কাটিং প্লায়ার্স ও চাকু জব্দ করে বিজিবি।
আজ শনিবার বিকেলে ৪ জনসহ অজ্ঞাতনামা ৯–১০ জনের বিরুদ্ধে বিজিবি তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করে। ওই মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজ ভোরে তেঁতুলিয়া উপজেলার কানাকাটা সীমান্তে টহল দেওয়ার সময় শারিয়ালজোত বিওপির সদস্যরা সীমান্তে গুলির শব্দ শুনতে পান। পরে সীমান্তের বেরং নদীসংলগ্ন কানকাটা এলাকার ৪৩৭/৫ পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছানো মাত্রই তাঁরা দেখতে পান ১৩–১৪ জন কাঁটাতারের দিক থেকে দৌড়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন।
এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যান। তাঁদের কাছে একটি হাইড্রোলিক কাটার, দুটি কাটিং প্লায়ার্স ও একটি চাকু জব্দ করা হয়।
বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁরা পালিয়ে আসেন। চোরাচালানের উদ্দেশ্যে তাঁরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, বিজিবি সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামের এক ধান ব্যবসায়ীকে মারধর করে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বারোবিঘা ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
৩ মিনিট আগেদলীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান রাকসুর নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
১৯ মিনিট আগেকলেজ সেকশনে ১২ জন শিক্ষক রয়েছেন। আর কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই শিক্ষার্থীও ফেল করেছেন। রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় এমন ফল বিপর্যয়ের চিত্র মিলেছে।
২৮ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় টিনের চাল কেটে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিমলা পোদ্দার (৬৭)।
৪১ মিনিট আগে