পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তাঁর দুই পায়ে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। যদিও বিজিবি ও বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের সময় সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে আনা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাঁড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, এটা স্পষ্ট যে রাজুর মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে। কিন্তু বিজিবি ও তাঁর পরিবার বিষয়টি লুকানোর চেষ্টা করছে। তাঁর দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকা সত্ত্বেও তাঁরা দাবি করছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘নিশ্চিতভাবে বলা যায়, ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
অপরদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘গতকাল শনিবার রাতে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বিষয়টি অস্বীকার করেছে। গুলির শব্দ সাধারণত অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের মোতায়েন থাকা দুটি দলও কোনো গুলির শব্দ শোনেনি। এ ছাড়া নিহত যুবকের পরিবারের পক্ষ থেকেও জানা গেছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। যদিও তাঁর পায়ে ক্ষতের কথা বলা হয়েছে, তবে তারা ক্ষতের প্রকৃতি সম্পর্কে কিছু বলেননি।’
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তাঁর দুই পায়ে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। যদিও বিজিবি ও বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের সময় সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে আনা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাঁড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, এটা স্পষ্ট যে রাজুর মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে। কিন্তু বিজিবি ও তাঁর পরিবার বিষয়টি লুকানোর চেষ্টা করছে। তাঁর দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকা সত্ত্বেও তাঁরা দাবি করছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘নিশ্চিতভাবে বলা যায়, ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
অপরদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘গতকাল শনিবার রাতে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বিষয়টি অস্বীকার করেছে। গুলির শব্দ সাধারণত অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের মোতায়েন থাকা দুটি দলও কোনো গুলির শব্দ শোনেনি। এ ছাড়া নিহত যুবকের পরিবারের পক্ষ থেকেও জানা গেছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। যদিও তাঁর পায়ে ক্ষতের কথা বলা হয়েছে, তবে তারা ক্ষতের প্রকৃতি সম্পর্কে কিছু বলেননি।’
প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
১৩ মিনিট আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
২৯ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
১ ঘণ্টা আগে