শাহীন রহমান, পাবনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার আংশিক) মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তাঁকে পাবনা-৩ আসনের প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন কথা জানিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ফেসবুক পোস্টে হাসান জাফির তুহিন লেখেন, ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্ররাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈতৃক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।
‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন, তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক, তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২-এর গণমানুষের সাথেই ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতা-কর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষক দলের নেতা-কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩-এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’
তবে এ বিষয়ে কথা বলার জন্য কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে গতকাল রাতে ও আজ দুপুরে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখের বেশি। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার তিন লাখের বেশি। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে ভোটার বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার, তার চেয়েও ৫০ হাজার বেশি ভোটার চাটমোহর উপজেলায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার আংশিক) মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তাঁকে পাবনা-৩ আসনের প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন কথা জানিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ফেসবুক পোস্টে হাসান জাফির তুহিন লেখেন, ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্ররাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈতৃক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।
‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন, তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক, তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২-এর গণমানুষের সাথেই ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতা-কর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষক দলের নেতা-কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩-এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’
তবে এ বিষয়ে কথা বলার জন্য কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে গতকাল রাতে ও আজ দুপুরে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখের বেশি। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার তিন লাখের বেশি। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে ভোটার বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার, তার চেয়েও ৫০ হাজার বেশি ভোটার চাটমোহর উপজেলায়।
নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্যাফেটেরিয়া, হল ক্যানটিন ও আশপাশের দোকানগুলোর বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বাসি ও অরুচিকর খাবারকে মুখরোচক করতে ব্যবহৃত হচ্ছে...
১৪ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগে