Ajker Patrika

ভাঙ্গুড়ায় ৪ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র রুবেল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় ৪ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র রুবেল

পাবনার ভাঙ্গুড়ায় ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন রুবেল হোসেন (১৬) নামের এক কলেজছাত্র। তাকে খুঁজে না পেয়ে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। রুবেল হোসেনের বাড়ি উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের ভাঙাজোলা গ্রামে। সে সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিখোঁজ রুবেলের পরিবার জানিয়েছে, রুবেল গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দিন রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন ধারণা করেছিল হয়তো সে কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু চার দিন অতিবাহিত হওয়ার পরও তাঁর কোনো খোঁজ মেলেনি।

রুবেলের পিতা আব্দুল সালাম বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ছেলেটার আর কোনো খোঁজ পাচ্ছি না। বাড়িতে কোনো ঝগড়াঝাঁটিও হয়নি যে, অভিমান করে থাকবে। আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও ওকে পাওয়া যাচ্ছে না।’

ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে জানান, ‘এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তবে খোঁজ-খবর নিয়ে বিষয়টি তিনি দেখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’

ড্রাইভিং লাইসেন্সে বিআরটিএর নিয়ন্ত্রণ থাকছে না: উপদেষ্টা ফাওজুল কবির

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে: কারা মহাপরিদর্শক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ