নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের দল কামালের মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ওই বাড়ির আবুল কাশেমের স্ত্রী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যান কামাল উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। তবে ওই বাড়িতে শুধু তাঁর মা হোসনে আরা থাকতেন। তাঁর কাছে কয়েক ভরি স্বর্ণ এবং নগদ টাকা আছে, এমন তথ্য প্রতিবেশীরা জানতেন। স্থানীয়দের ধারণা, চোর বা ডাকাত দলের সদস্যরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
হোসনে আরার ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তাঁর মা একাই থাকতেন। রাতে ডাকাত দল তাঁদের ঘরে ঢোকে। এ সময় তারা ৪ লাখ টাকা এবং তাঁর মায়ের কাছে সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার ছিল, সেগুলো নিয়ে যায়। শরীর থেকে গয়না খুলে নেওয়ার সময় তাঁর নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। ওই নারী একপর্যায়ে ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে মাথায় কোপ দেয়। রাতের স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের দল কামালের মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ওই বাড়ির আবুল কাশেমের স্ত্রী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যান কামাল উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। তবে ওই বাড়িতে শুধু তাঁর মা হোসনে আরা থাকতেন। তাঁর কাছে কয়েক ভরি স্বর্ণ এবং নগদ টাকা আছে, এমন তথ্য প্রতিবেশীরা জানতেন। স্থানীয়দের ধারণা, চোর বা ডাকাত দলের সদস্যরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
হোসনে আরার ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তাঁর মা একাই থাকতেন। রাতে ডাকাত দল তাঁদের ঘরে ঢোকে। এ সময় তারা ৪ লাখ টাকা এবং তাঁর মায়ের কাছে সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার ছিল, সেগুলো নিয়ে যায়। শরীর থেকে গয়না খুলে নেওয়ার সময় তাঁর নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। ওই নারী একপর্যায়ে ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে মাথায় কোপ দেয়। রাতের স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আদেশে বলা হয়েছে, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৪৪ ধারা অনুযায়ী, শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার দুই পাশে ও সংলগ্ন এলাকায়..
৩ মিনিট আগেটাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত তা বলবৎ থাকবে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোছা...
৩৫ মিনিট আগেচাহিদা অনুযায়ী ঘুষ না পেয়ে ভৈরবের মেঘনা নদীতে এসে ইজারাদারের বৈধ ড্রেজার জব্দ এবং দুই শ্রমিককে কারাদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার প্রশাসনিক সীমা লঙ্ঘন করে...
৩৮ মিনিট আগেআহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৯ ঘণ্টা আগে