হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া অবস্থায় চার ছাত্রকে ধরে নিয়ে পড়তে বসালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্রদের পড়াশোনার একটি ছবি তুলে উপজেলা প্রশাসনের আইডিতে পোস্ট করেন ইউএনও আলাউদ্দিন। অনেকে এ বিষয়কে সাধুবাদ জানিয়ে কমেন্ট করেন। অনেকে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাজে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে এই পোস্ট কাজ দেবে বলে উল্লেখ করেন।
ইউএনওর সঙ্গে থাকা কর্মকর্তারা জানান, রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুকুরপাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় পুকুরের পূর্বপাড়ের সিঁড়িতে চার ছেলেকে বসে আড্ডা দিতে দেখা যায়। সবার বয়স ১৫-১৬ বছর হবে। কাছে গিয়ে দেখা যায়, সবাই মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার পরিচয় ও পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় ছাত্ররা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র বলে জানায়। এ ছাড়া তারা কিছুদিন আগে দেওয়া এসএসসি ফলাফলে উত্তীর্ণ হয়েছে বলে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে তাঁর বাসার সামনে একটি কক্ষে ডেকে নিয়ে বসান। খাতা-কলম দিয়ে তাদেরকে পড়াতে বসান।
এ বিষয়ে ইউএনও বলেন, রাতে চারজনকে আড্ডা দেওয়া অবস্থায় ডেকে নিয়ে পড়তে বসানো হয়েছে। তাদেরকে একটি বিষয় মুখস্থ করে লিখে দিতে বলা হয়েছে। তারা তা করেছে। পরে একজনের অভিভাবক এসে সবাইকে নিয়ে যান। তাদেরকে আরও কঠোর শাস্তি দেওয়া যেত। কিন্তু তারা ছাত্র, এটা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর ছাত্রদের কাউকে পাওয়া গেলে একই ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা পড়াশোনা বন্ধ রেখে আড্ডা না দেয়।
নোয়াখালী হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া অবস্থায় চার ছাত্রকে ধরে নিয়ে পড়তে বসালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্রদের পড়াশোনার একটি ছবি তুলে উপজেলা প্রশাসনের আইডিতে পোস্ট করেন ইউএনও আলাউদ্দিন। অনেকে এ বিষয়কে সাধুবাদ জানিয়ে কমেন্ট করেন। অনেকে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাজে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে এই পোস্ট কাজ দেবে বলে উল্লেখ করেন।
ইউএনওর সঙ্গে থাকা কর্মকর্তারা জানান, রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুকুরপাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় পুকুরের পূর্বপাড়ের সিঁড়িতে চার ছেলেকে বসে আড্ডা দিতে দেখা যায়। সবার বয়স ১৫-১৬ বছর হবে। কাছে গিয়ে দেখা যায়, সবাই মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার পরিচয় ও পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় ছাত্ররা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র বলে জানায়। এ ছাড়া তারা কিছুদিন আগে দেওয়া এসএসসি ফলাফলে উত্তীর্ণ হয়েছে বলে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে তাঁর বাসার সামনে একটি কক্ষে ডেকে নিয়ে বসান। খাতা-কলম দিয়ে তাদেরকে পড়াতে বসান।
এ বিষয়ে ইউএনও বলেন, রাতে চারজনকে আড্ডা দেওয়া অবস্থায় ডেকে নিয়ে পড়তে বসানো হয়েছে। তাদেরকে একটি বিষয় মুখস্থ করে লিখে দিতে বলা হয়েছে। তারা তা করেছে। পরে একজনের অভিভাবক এসে সবাইকে নিয়ে যান। তাদেরকে আরও কঠোর শাস্তি দেওয়া যেত। কিন্তু তারা ছাত্র, এটা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর ছাত্রদের কাউকে পাওয়া গেলে একই ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা পড়াশোনা বন্ধ রেখে আড্ডা না দেয়।
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
২৩ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
২৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
৩৫ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
১ ঘণ্টা আগে