হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে অবৈধ কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ বুধবার হাতিয়ার পশ্চিমে মৌলভীর চরের কাছ থেকে তাঁদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার মৃত শেকু মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৮), একই এলাকার ওমর ফারুকের ছেলে মো. লোকমান (২২), লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বশির আহাম্মেদের ছেলে মো. মঞ্জু (২২), একই এলাকার মো. কালুর ছেলে জমির উদ্দিন (১৯) ও বেল্লাল হোসেনের ছেলে মো. রাজীব হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। জাল ও ট্রলার নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীতে গোপনে অসংখ্য জেলে নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এই সংবাদ নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ পুলিশের একটি দল। নদীতে নৌ পুলিশের উপস্থিতি দেখে অনেকে জেলে নৌকা পালিয়ে যায়।
বিকেলে মৌলভীর চরের কাছে একটি মাছ ধরার ছোট ট্রলার নদীতে জাল পাতানো অবস্থায় পেয়ে আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা পাঁচ মাঝিমাল্লা ও তিন হাজার মিটার কারেন্ট জালসহ ট্রলারটি জব্দ করে তীরে নিয়ে আসা হয়।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে অবৈধ কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ বুধবার হাতিয়ার পশ্চিমে মৌলভীর চরের কাছ থেকে তাঁদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার মৃত শেকু মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৮), একই এলাকার ওমর ফারুকের ছেলে মো. লোকমান (২২), লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বশির আহাম্মেদের ছেলে মো. মঞ্জু (২২), একই এলাকার মো. কালুর ছেলে জমির উদ্দিন (১৯) ও বেল্লাল হোসেনের ছেলে মো. রাজীব হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। জাল ও ট্রলার নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীতে গোপনে অসংখ্য জেলে নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এই সংবাদ নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ পুলিশের একটি দল। নদীতে নৌ পুলিশের উপস্থিতি দেখে অনেকে জেলে নৌকা পালিয়ে যায়।
বিকেলে মৌলভীর চরের কাছে একটি মাছ ধরার ছোট ট্রলার নদীতে জাল পাতানো অবস্থায় পেয়ে আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা পাঁচ মাঝিমাল্লা ও তিন হাজার মিটার কারেন্ট জালসহ ট্রলারটি জব্দ করে তীরে নিয়ে আসা হয়।
ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ থাকায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০ মিনিট আগেরাজধানীর মিরপুর রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় আরও ১০টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এঁদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা নমুনা সংগ্রহ করা হয়েছে।
২৯ মিনিট আগেউচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। এবার নওগাঁ জেলায় ফলাফল আশানুরূপ হয়নি। কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, কমেছে সামগ্রিক পাসের হারও।
৩২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে বরিল্যা কেরামত আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের পাঁচ শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তারা কেউ পাস করেনি। শুধু এ বছর নয়, গত বেশ কয়েক বছরেও কোনো নিয়মিত শিক্ষার্থী পাস করেনি। কলেজটিতে তিনজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে।
৩৫ মিনিট আগে