চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী চাটখিলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি এবং যুবদলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর। তিনি, এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি-যুবদলের অনেকেই অংশ গ্রহণ করেননি। গতকাল মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভা শেষের দিকে ওমর ফারুকের নেতৃত্বে জাহিদসহ একদল নেতা-কর্মী ওই সভায় অংশ গ্রহণকারীদের ওপর হামলা করেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয় পড়েন। এতে কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের সময় জাহিদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ তোলেন এলাকাবাসী। আতঙ্কে স্থানীয় কড়িহাটি বাজারের দোকানপাট বন্ধ করে লোকজন এলাকা ত্যাগ করেন।
আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
নোয়াখালী চাটখিলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি এবং যুবদলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর। তিনি, এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি-যুবদলের অনেকেই অংশ গ্রহণ করেননি। গতকাল মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভা শেষের দিকে ওমর ফারুকের নেতৃত্বে জাহিদসহ একদল নেতা-কর্মী ওই সভায় অংশ গ্রহণকারীদের ওপর হামলা করেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয় পড়েন। এতে কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের সময় জাহিদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ তোলেন এলাকাবাসী। আতঙ্কে স্থানীয় কড়িহাটি বাজারের দোকানপাট বন্ধ করে লোকজন এলাকা ত্যাগ করেন।
আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪২ মিনিট আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে