Ajker Patrika

সৈয়দপুরে নিষিদ্ধ গাছে ঝুলছিল তরুণের মরদেহ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৫: ৪৩
ইয়াসিন। ছবি: সংগৃহীত
ইয়াসিন। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় ডালিয়া ক্যানেলের সেলফির মোড় নামক স্থান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

ইয়াসিন আলী উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত স্থানে নিষিদ্ধ আকাশমণি গাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি ফইম উদ্দিন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত