নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে গলাকাটা ও মুখমণ্ডল পোড়া অবস্থায় উদ্ধার লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর-বিশ্বাসপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৪২)।
এ ঘটনায় গতকাল শুক্রবার প্রধান অভিযুক্ত অন্তর আহমেদ শান্তকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলসহ চালক সাইফুলকে ভাড়ায় নেত্রকোনায় নিয়ে আসেন শান্তসহ দুই যুবক। পরে তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটান। গলা কেটে হত্যার পর পরনের কাপড়চোপড় খুলে আগুন ধরিয়ে সাইফুলের মুখমণ্ডল পুড়িয়ে দেয় ছিনতাইকারীরা; যেন ওই ব্যক্তির চেহারা বোঝা না যায়। পুলিশ সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে।
গ্রেপ্তার যুবক অন্তর আহমেদ শান্তর বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সুলতানপুর গ্রামে। তিনি ছালিক মিয়ার ছেলে। গতকাল ভোরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ডিঙাপোঁতা হাওর থেকে সাইফুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর পরনের কাপড় খুলে আগুন জ্বালিয়ে তাঁর মুখ পুড়িয়ে দেয়। পরে পিবিআই সদস্যরা আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, শান্তসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যরা ১০ দিন ধরে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে তাঁরা পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে ভাড়ার কথা বলে মোটরসাইকেলসহ সাইফুলকে নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোঁতা হাওরে নিয়ে আসেন। গভীর রাতে হাওরে পৌঁছার পর আগে থেকেই সেখানে থাকা অন্য সঙ্গীদের নিয়ে সাইফুলকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর পরনের জামাকাপড় খুলে তাতে আগুন লাগিয়ে তাঁর মুখ পুড়িয়ে দেন, যেন পরিচয় শনাক্ত না করা যায়।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে গলাকাটা ও মুখমণ্ডল পোড়া অবস্থায় উদ্ধার লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর-বিশ্বাসপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৪২)।
এ ঘটনায় গতকাল শুক্রবার প্রধান অভিযুক্ত অন্তর আহমেদ শান্তকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলসহ চালক সাইফুলকে ভাড়ায় নেত্রকোনায় নিয়ে আসেন শান্তসহ দুই যুবক। পরে তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটান। গলা কেটে হত্যার পর পরনের কাপড়চোপড় খুলে আগুন ধরিয়ে সাইফুলের মুখমণ্ডল পুড়িয়ে দেয় ছিনতাইকারীরা; যেন ওই ব্যক্তির চেহারা বোঝা না যায়। পুলিশ সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে।
গ্রেপ্তার যুবক অন্তর আহমেদ শান্তর বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সুলতানপুর গ্রামে। তিনি ছালিক মিয়ার ছেলে। গতকাল ভোরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ডিঙাপোঁতা হাওর থেকে সাইফুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর পরনের কাপড় খুলে আগুন জ্বালিয়ে তাঁর মুখ পুড়িয়ে দেয়। পরে পিবিআই সদস্যরা আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, শান্তসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যরা ১০ দিন ধরে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে তাঁরা পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে ভাড়ার কথা বলে মোটরসাইকেলসহ সাইফুলকে নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোঁতা হাওরে নিয়ে আসেন। গভীর রাতে হাওরে পৌঁছার পর আগে থেকেই সেখানে থাকা অন্য সঙ্গীদের নিয়ে সাইফুলকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর পরনের জামাকাপড় খুলে তাতে আগুন লাগিয়ে তাঁর মুখ পুড়িয়ে দেন, যেন পরিচয় শনাক্ত না করা যায়।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে তিন কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। আজ শুক্রবার ভোর থেকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজট লাগে।
২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ২৩ পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে।
৬ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুন নিভতে আরও কিছু সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল সোয়া ৭টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
২ ঘণ্টা আগেজুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এ জন্য তিনি ঠাকুরগাঁওয়ে তাঁর পূর্বনির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেছেন।
২ ঘণ্টা আগে