Ajker Patrika

লালপুরের এক বিদ্যালয়ে পাঠ্যবইয়ের সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

 লালপুর (নাটোর) প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

নাটোরের লালপুরে পাঠ্যবইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও এখনো সব বই পায়নি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।

আজ রোববার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হানিফ আলী খান বলেন, ‘শিশু, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এই তিন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কম। তবে আমরা পুরোনো বই সংগ্রহ করে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া অনলাইন থেকে পিডিএফ প্রিন্ট করে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে।’

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের কোনো বই এখনো পাইনি। পিডিএফ কপিও নেই। ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।

উধনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, সব শ্রেণির বই না পাওয়ায় শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। কবে বই পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা বলেন, বিলম্বে বই পাওয়ায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও শিক্ষকেরা শিক্ষকসহায়ক বই অনুযায়ী শ্রেণিতে পাঠদান করছেন। রোববার চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই সব বিদ্যালয়ে বিতরণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে এই সময়ে সহশিক্ষা কার্যক্রমগুলো বেশি চলছে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...