লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পাঠ্যবইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও এখনো সব বই পায়নি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
আজ রোববার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হানিফ আলী খান বলেন, ‘শিশু, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এই তিন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কম। তবে আমরা পুরোনো বই সংগ্রহ করে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া অনলাইন থেকে পিডিএফ প্রিন্ট করে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে।’
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের কোনো বই এখনো পাইনি। পিডিএফ কপিও নেই। ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
উধনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, সব শ্রেণির বই না পাওয়ায় শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। কবে বই পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা বলেন, বিলম্বে বই পাওয়ায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও শিক্ষকেরা শিক্ষকসহায়ক বই অনুযায়ী শ্রেণিতে পাঠদান করছেন। রোববার চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই সব বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে এই সময়ে সহশিক্ষা কার্যক্রমগুলো বেশি চলছে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাটোরের লালপুরে পাঠ্যবইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও এখনো সব বই পায়নি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
আজ রোববার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হানিফ আলী খান বলেন, ‘শিশু, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এই তিন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কম। তবে আমরা পুরোনো বই সংগ্রহ করে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া অনলাইন থেকে পিডিএফ প্রিন্ট করে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে।’
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের কোনো বই এখনো পাইনি। পিডিএফ কপিও নেই। ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
উধনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, সব শ্রেণির বই না পাওয়ায় শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। কবে বই পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা বলেন, বিলম্বে বই পাওয়ায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও শিক্ষকেরা শিক্ষকসহায়ক বই অনুযায়ী শ্রেণিতে পাঠদান করছেন। রোববার চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই সব বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে এই সময়ে সহশিক্ষা কার্যক্রমগুলো বেশি চলছে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
১ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে