Ajker Patrika

ইজারার নামে চাঁদাবাজি, সেনা অভিযানে আটক ৩

 লালপুর (নাটোর) প্রতিনিধি
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী।

রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার লালপুর ইউনিয়নের উত্তর লালপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে উৎস (৩০), কামরুল ইসলামের ছেলে জনি ইসলাম (৩৪) ও জৌতদৈবকী গ্রামের তায়েবুর রহমানের ছেলে মোজ্জামেল হক (৪৫)।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন। তাঁরা বাজার ইজারার নামে কার্যত চাঁদাবাজি করতেন। অনেক সময় জাল রসিদ ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ জনগণ নানা হয়রানির শিকার হচ্ছিলেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

লালপুর থানার পরিদর্শর (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...