Ajker Patrika

বড়াইগ্রামে বিএনপির ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮: ০৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বড়াইগ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহ আলম নামের এক ভুক্তভোগী গতকাল বুধবার রাতে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার খান (৫৫), একই এলাকার বিএনপি কর্মী কামাল হোসেন (৪০), আজিজুল ইসলাম (৩৮), বাবলু মিয়া (৩৬), সবুজ হোসেন (৩০) ও সরওয়ার হোসেন (৩৫)। তাঁরা সবাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ইসহাক আলীর অনুসারী।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আসামিরা শাহ আলমকে মানিকপুর এলাকা থেকে ধরে নিয়ে আটকে রেখে মারধর এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ধরে এনে আব্দুস সাত্তার খানের বাড়ির সামনের মেহগনি বাগানে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে জানান বাদী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্তার খানের নেতৃত্বে এই গ্রুপ চাঁদাবাজি করে আসছে। ভয়ে তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ