Ajker Patrika

অর্থ আত্মসাৎ ও প্রতারণা, বিএডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের নামে মামলা

নাটোর প্রতিনিধি 
সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত
সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে নাটোর বিএডিসির (সেচ বিভাগ) নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী নামে এক কৃষক।

মামলার শুনানি শেষে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

বাদী কৃষক রওশন আলী অভিযোগ করেন, তিনি তাঁর কৃষি খামারের সেচের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সেচ প্রকল্পের সুবিধা প্রাপ্তির জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন। এ জন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে তাঁদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। দুই প্রকৌশলী চাহিদামতো সেচ সুবিধা প্রদানের আশ্বাস দিলেও অন্য কৃষক থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচপাম্প স্থাপন করে শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, তিনি কোনো অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন। এ বিষয়ে জানেনও না। মামলা হলে আইনগত পদক্ষেপ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

পুতিন যুদ্ধ বন্ধে ‘অস্বীকৃতি জানানোয়’ রাশিয়ার ওপর ট্রাম্পের ‘প্রথম’ নিষেধাজ্ঞা

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

এলাকার খবর
Loading...