Ajker Patrika

বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: আজকের পত্রিকা
দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ সোমবার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চালকের নাম নাহিদ হোসেন (৩০)। তিনি নওগাঁ জেলার রেজ্জাকপুর এলাকার শাহিন আলমের ছেলে। লাশ উদ্ধার করে স্বজদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।  

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলের, ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। পরে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দরজা কেটে পিকআপের চালকের লাশ উদ্ধার করে।  

তিনি আরও বলেন, লাশ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ