বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’
লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’
লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৫ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৬ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা আগে