হারুনূর রশিদ, রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরায় আগাম জাতের আমন ধানে ভালো ফলন দেখা দিয়েছে। ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দাম ভালো পাচ্ছেন তাঁরা। তবে, অনেক খেতে ইঁদুরের আক্রমণ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গিয়ে জানা গেছে, বিস্তীর্ণ ফসলি মাঠ সোনালি রঙের পাকা ধানে ভরে উঠেছে। উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম জাতের ব্রি ধান-৭৫, ব্রি ধান-৯৩, বিনা-৭ ও বিনা-১৭ ধান কাটা শুরু হয়েছে। মাঠ থেকে বাড়ির আঙিনা পর্যন্ত কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শ্রমজীবী মানুষ ভোর থেকে খেতে কাঁচি দিয়ে ধান কাটছেন।
উপজেলার মুছাপুর এলাকার কৃষক দ্বীন ইসলাম ও মনির জানান, এই এলাকায় প্রায় ৪০-৫০ ভাগ আমনখেতে ইঁদুরের আক্রমণ দেখা গেছে। এরপরও প্রাকৃতিক দুর্যোগ কম ও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। ধানের দাম ভালো পাচ্ছেন চাষিরা।
কৃষক আব্দুল হামিদ ও আলাউদ্দিনের বাড়ি উপজেলার মুছাপুর এলাকায়। তাঁরা জানান, ধান কাটার পর ঘরে তোলা হয়েছে। ধান আবাদ করা জমিতে আলু, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন ফসল চাষ করার আশা করছেন তাঁরা।
উপজেলার পূর্ব হরিপুর এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, চলতি বছর ফলন তুলনামূলক ভালো হয়েছে। মণ প্রতি ১ হাজার ৩০০ টাকা দরে ৩০ মণ ধান বিক্রি করেছি। বোরোধান রোপণের আগে অতিরিক্ত ফসল সরিষা, আলুসহ শীতকালীন সবজি আবাদ করব।
আদিয়াবাদ গ্রামের কৃষক মো. মোস্তফা বলেন, হাইব্রিড জাতের বিনা-৭, ব্রিধান-৯৩ ও ব্রি ধান-৩৪ জাতের চিকন ধান আবাদ করেছি। এ বছর ধাপে ধাপে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালোই হয়েছে।
বিনা-১৭ ধান আবাদ করেছেন আশরাফপুর গ্রামের কৃষক মো. দ্বীন ইসলাম। তিনি বলেন, এই জাতের ধান একটু আগে কাটা যায়। এই ধান কাটার পর বিভিন্ন ফসল আবাদ করতে পারি।
রায়পুরা ইউনিয়নের রায়পুরা গ্রামের কৃষক মোমতাজ হোসেন বলেন, দুই বিঘা জমিতে আগাম জাতের ব্রি ধান-৭৫ আবাদ করে ভালো ফলন পেয়েছি। এখন আবার জমি তৈরি করে সরিষা আবাদ করার চিন্তা করছি।
উপজেলার আলগী আব্দুল খালেক বলেন, আমার তিন বিঘা জমিতে ধানের চাষাবাদ করেছি। কিছু ফসল ইঁদুরে নষ্ট করেছে। আমার মতো অনেক বর্গাচাষিদের একই অবস্থা। তারপরও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।
মহেষপুর এলাকার নুরু মিয়াসহ বেশ কয়েকজন চাষি জানান, ফসলি মাঠজুড়ে বেশির ভাগ জমিতে ইঁদুর হানা দিয়েছিল। তারপরও ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে ৮ হাজার ৭৭৮ হেক্টর জমিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়। চাষাবাদ হয়েছে ৮ হাজার ৭৯০ হেক্টর জমিতে। প্রণোদনায় ৮৫০ জন উপকারভোগী কৃষকের মধ্যে বীজ সার দেওয়া হয়। ৪০ শতাংশ ধান পেকেছে। ইতিমধ্যে ১৫ শতাংশ ধান কাটা হয়েছে।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি গড় ফলন প্রায় ১৬ মণ। ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
নরসিংদীর রায়পুরায় আগাম জাতের আমন ধানে ভালো ফলন দেখা দিয়েছে। ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দাম ভালো পাচ্ছেন তাঁরা। তবে, অনেক খেতে ইঁদুরের আক্রমণ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গিয়ে জানা গেছে, বিস্তীর্ণ ফসলি মাঠ সোনালি রঙের পাকা ধানে ভরে উঠেছে। উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম জাতের ব্রি ধান-৭৫, ব্রি ধান-৯৩, বিনা-৭ ও বিনা-১৭ ধান কাটা শুরু হয়েছে। মাঠ থেকে বাড়ির আঙিনা পর্যন্ত কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শ্রমজীবী মানুষ ভোর থেকে খেতে কাঁচি দিয়ে ধান কাটছেন।
উপজেলার মুছাপুর এলাকার কৃষক দ্বীন ইসলাম ও মনির জানান, এই এলাকায় প্রায় ৪০-৫০ ভাগ আমনখেতে ইঁদুরের আক্রমণ দেখা গেছে। এরপরও প্রাকৃতিক দুর্যোগ কম ও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। ধানের দাম ভালো পাচ্ছেন চাষিরা।
কৃষক আব্দুল হামিদ ও আলাউদ্দিনের বাড়ি উপজেলার মুছাপুর এলাকায়। তাঁরা জানান, ধান কাটার পর ঘরে তোলা হয়েছে। ধান আবাদ করা জমিতে আলু, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন ফসল চাষ করার আশা করছেন তাঁরা।
উপজেলার পূর্ব হরিপুর এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, চলতি বছর ফলন তুলনামূলক ভালো হয়েছে। মণ প্রতি ১ হাজার ৩০০ টাকা দরে ৩০ মণ ধান বিক্রি করেছি। বোরোধান রোপণের আগে অতিরিক্ত ফসল সরিষা, আলুসহ শীতকালীন সবজি আবাদ করব।
আদিয়াবাদ গ্রামের কৃষক মো. মোস্তফা বলেন, হাইব্রিড জাতের বিনা-৭, ব্রিধান-৯৩ ও ব্রি ধান-৩৪ জাতের চিকন ধান আবাদ করেছি। এ বছর ধাপে ধাপে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালোই হয়েছে।
বিনা-১৭ ধান আবাদ করেছেন আশরাফপুর গ্রামের কৃষক মো. দ্বীন ইসলাম। তিনি বলেন, এই জাতের ধান একটু আগে কাটা যায়। এই ধান কাটার পর বিভিন্ন ফসল আবাদ করতে পারি।
রায়পুরা ইউনিয়নের রায়পুরা গ্রামের কৃষক মোমতাজ হোসেন বলেন, দুই বিঘা জমিতে আগাম জাতের ব্রি ধান-৭৫ আবাদ করে ভালো ফলন পেয়েছি। এখন আবার জমি তৈরি করে সরিষা আবাদ করার চিন্তা করছি।
উপজেলার আলগী আব্দুল খালেক বলেন, আমার তিন বিঘা জমিতে ধানের চাষাবাদ করেছি। কিছু ফসল ইঁদুরে নষ্ট করেছে। আমার মতো অনেক বর্গাচাষিদের একই অবস্থা। তারপরও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।
মহেষপুর এলাকার নুরু মিয়াসহ বেশ কয়েকজন চাষি জানান, ফসলি মাঠজুড়ে বেশির ভাগ জমিতে ইঁদুর হানা দিয়েছিল। তারপরও ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে ৮ হাজার ৭৭৮ হেক্টর জমিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়। চাষাবাদ হয়েছে ৮ হাজার ৭৯০ হেক্টর জমিতে। প্রণোদনায় ৮৫০ জন উপকারভোগী কৃষকের মধ্যে বীজ সার দেওয়া হয়। ৪০ শতাংশ ধান পেকেছে। ইতিমধ্যে ১৫ শতাংশ ধান কাটা হয়েছে।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি গড় ফলন প্রায় ১৬ মণ। ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
২ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিট ভবনে আলাদাভাবে কারাবন্দী রোগীদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। কারাগারে আটক হাজতি ও কয়েদিদের চিকিৎসা কার্যক্রম চালাতে ভবনটির ছাদে ‘প্রিজন অ্যানেক্স’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেজমি বিক্রি ও ধারদেনা করে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ যুবক অবৈধভাবে ইতালির উদ্দেশে বাড়ি ছেড়েছেন তিন-চার মাস আগে। মানব পাচার চক্র তাঁদের ইউরোপের দেশটিতে পাঠানোর জন্য প্রথমে লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপোলিতে নিয়ে যায়।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির ও আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
২ ঘণ্টা আগে