নরসিংদী প্রতিনিধি
বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এমন ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। এমনকি মা-বাবার নামও ভুল রয়েছে তাঁর এনআইডিতে।
বয়সের এমন পার্থক্য দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে।
মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বাবা মো. জালাল মিয়ার জন্মতারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। আর ছেলে মো. এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস ২৯ দিন, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স।
এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের বাবা ও মায়ের নামও ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে বাবার নাম মো. জালাল মিয়া এবং মায়ের নাম মোছা. রাজিয়া বেগম হওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মো. জালাল উদ্দীন ও মোছা. রাজিয়া।
ছেলে মো. এনামুল হক জানান, লেখাপড়া জানেন না তিনি। তাঁর বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে কোথাও কোনো কাজ করতে পারছেন না। জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে তাঁর বয়স বেশি থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যে প্রবাসে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এনআইডিতে ভুল থাকায় পাসপোর্ট করতে পারেননি। এ ছাড়া পারিবারিক নানা প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না তিনি।
বাবা মো. জালাল মিয়া বলেন, তার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারছেন না। এটা ঠিক হওয়া খুবই দরকার। এজন্য সামনে ঢাকায় গিয়ে সংশোধনের জন্য আবেদন করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘বাবার চেয়ে ছেলের বয়স বেশি হতে পারে না, এ রকম হলে ছেলেটি নানা বিড়ম্বনায় পড়বে সেটাই স্বাভাবিক। এই ভুলটি হয়তোবা অজ্ঞতাবশত হয়েছে। বয়স সংশোধন ‘গ’ ক্যাটাগরির আবেদন ঢাকা বিভাগীয় অফিস দেখে। তবে তদন্ত আমাদের কাছে আসবে, ছেলেটির বয়স সংশোধনে আমরা পূর্ণ সহযোগিতা করব।’
বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এমন ভুল হওয়ায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। এমনকি মা-বাবার নামও ভুল রয়েছে তাঁর এনআইডিতে।
বয়সের এমন পার্থক্য দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে।
মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বাবা মো. জালাল মিয়ার জন্মতারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। আর ছেলে মো. এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস ২৯ দিন, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স।
এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের বাবা ও মায়ের নামও ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে বাবার নাম মো. জালাল মিয়া এবং মায়ের নাম মোছা. রাজিয়া বেগম হওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মো. জালাল উদ্দীন ও মোছা. রাজিয়া।
ছেলে মো. এনামুল হক জানান, লেখাপড়া জানেন না তিনি। তাঁর বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে কোথাও কোনো কাজ করতে পারছেন না। জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে তাঁর বয়স বেশি থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যে প্রবাসে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এনআইডিতে ভুল থাকায় পাসপোর্ট করতে পারেননি। এ ছাড়া পারিবারিক নানা প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না তিনি।
বাবা মো. জালাল মিয়া বলেন, তার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারছেন না। এটা ঠিক হওয়া খুবই দরকার। এজন্য সামনে ঢাকায় গিয়ে সংশোধনের জন্য আবেদন করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘বাবার চেয়ে ছেলের বয়স বেশি হতে পারে না, এ রকম হলে ছেলেটি নানা বিড়ম্বনায় পড়বে সেটাই স্বাভাবিক। এই ভুলটি হয়তোবা অজ্ঞতাবশত হয়েছে। বয়স সংশোধন ‘গ’ ক্যাটাগরির আবেদন ঢাকা বিভাগীয় অফিস দেখে। তবে তদন্ত আমাদের কাছে আসবে, ছেলেটির বয়স সংশোধনে আমরা পূর্ণ সহযোগিতা করব।’
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী
৩২ মিনিট আগেকলেজটিতে বর্তমানে ১০ জন শিক্ষক ও দুজন কর্মচারী কর্মরত রয়েছেন। কলেজটির পরিচিতি থাকলেও শিক্ষার্থী সংখ্যা মাত্র একজন। চলতি বছর এই একজন শিক্ষার্থী শুধু এক বিষয়ে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। ভেতর থেকে এখন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক পানি ও বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে। ফলে এই মুহূর্তে ওই এলাকা বিপজ্জনক।
১ ঘণ্টা আগেভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তির মেরে হত্যার অভিযোগ উঠেছে। তাঁদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়।
১ ঘণ্টা আগে