বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে বাস থেকে স্কুলছাত্রকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নিহতের সহপাঠীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কয়েক ঘণ্টাব্যাপী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত স্কুলছাত্র পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত বুধবার রাতে স্কুলছাত্র আতিকুল ইসলাম ও তাঁর সহপাঠীরা নরসিংদী থেকে যাতায়াত পরিবহনের বাসে করে বাড়ি আসে। এ সময় গাড়ির চালক, কন্ট্রাক্টর ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৯টায় বাসটি উপজেলার চরউজিলাবের বারৈচা বাসস্ট্যান্ডে পৌঁছালে গাড়ির ভেতর থেকে আতিকুলকে লাথি দিয়ে ফেলে দেয় গাড়ির কন্ট্রাক্টর ও তাঁর সহকারীরা। অপরদিকে, গাড়ির ড্রাইভার তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরে এলাকাবাসীর সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী নিহত আতিকুলের সহপাঠীরা বলেন, মাত্র ৫ টাকার জন্য ড্রাইভার ও তার সহকারীরা আতিকুলকে বাস থেকে ফেলে দেয় ও গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করে। সিসি টিভির ফুটেজে তার প্রমাণ মিলেছে। আমরা এ হত্যার বিচার দাবি করছি। একই সঙ্গে দুর্ঘটনারোধে বারৈচাতে ট্রাফিক পুলিশ, ফুটওভার স্থাপন, যাত্রীবাহী গাড়ির চালকসহ নিহত আতিকুলের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানাই।
ঘটনাস্থলে থাকা ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, এ ঘটনায় বেলাব থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। তাই মামলা হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আছে। সেসব দাবির মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারে আমি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। মহাসড়কটি সম্প্রসারিত করার সময় যাতে ওভারব্রিজ করে দেওয়া হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর বেলাবতে বাস থেকে স্কুলছাত্রকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নিহতের সহপাঠীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কয়েক ঘণ্টাব্যাপী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত স্কুলছাত্র পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত বুধবার রাতে স্কুলছাত্র আতিকুল ইসলাম ও তাঁর সহপাঠীরা নরসিংদী থেকে যাতায়াত পরিবহনের বাসে করে বাড়ি আসে। এ সময় গাড়ির চালক, কন্ট্রাক্টর ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৯টায় বাসটি উপজেলার চরউজিলাবের বারৈচা বাসস্ট্যান্ডে পৌঁছালে গাড়ির ভেতর থেকে আতিকুলকে লাথি দিয়ে ফেলে দেয় গাড়ির কন্ট্রাক্টর ও তাঁর সহকারীরা। অপরদিকে, গাড়ির ড্রাইভার তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরে এলাকাবাসীর সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী নিহত আতিকুলের সহপাঠীরা বলেন, মাত্র ৫ টাকার জন্য ড্রাইভার ও তার সহকারীরা আতিকুলকে বাস থেকে ফেলে দেয় ও গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করে। সিসি টিভির ফুটেজে তার প্রমাণ মিলেছে। আমরা এ হত্যার বিচার দাবি করছি। একই সঙ্গে দুর্ঘটনারোধে বারৈচাতে ট্রাফিক পুলিশ, ফুটওভার স্থাপন, যাত্রীবাহী গাড়ির চালকসহ নিহত আতিকুলের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানাই।
ঘটনাস্থলে থাকা ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, এ ঘটনায় বেলাব থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। তাই মামলা হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আছে। সেসব দাবির মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারে আমি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। মহাসড়কটি সম্প্রসারিত করার সময় যাতে ওভারব্রিজ করে দেওয়া হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে কর্মরত।
৩ মিনিট আগেবগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগে