নরসিংদী প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
আজ বুধবার সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, মামলা প্রত্যাহার, খুনিদের বিচার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখনো সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। তাদের যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কার হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না।
শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না, কিন্তু ঠিকই পালিয়ে গেছেন। তার দোসররা এখনো আছেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিষদাঁত আমরা ভেঙে দেব।’
হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন–জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি. জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
আজ বুধবার সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, মামলা প্রত্যাহার, খুনিদের বিচার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখনো সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। তাদের যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কার হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না।
শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না, কিন্তু ঠিকই পালিয়ে গেছেন। তার দোসররা এখনো আছেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিষদাঁত আমরা ভেঙে দেব।’
হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন–জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি. জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১৫ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২৫ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে