Ajker Patrika

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ আট ডাকাত গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ আট ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা-পুলিশ দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ ও পিরোজপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—হাবিবুর রহমান হাবিব, মনিরুল ইসলাম মুন্না, সোহেল, মো. আক্তার, প্রদীপ, সুজন, নুরুল হক ও আলী আজগর। 

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও পিরোজপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সুইচ গিয়ার রামদা, ছুরি, লোহার রড, টর্চ লাইট, মুখোশ, মোবাইল ও হাতুড়ি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ 

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...