Ajker Patrika

সোনারগাঁয় বিদেশি পিস্তল ও গুলিসহ ২ নারী-পুরুষ আটক

পিস্তল ও গুলিসহ আটক ২ নারী-পুরুষ। ছবি: সংগৃহীত
পিস্তল ও গুলিসহ আটক ২ নারী-পুরুষ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ দুই নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ফুলতলি এলাকার নাঈম (২৪) এবং একই এলাকার গৃহবধূ সুমা আক্তার (২৫)।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ