Ajker Patrika

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে চলে গেছেন এক নারী। তাঁর স্বামী দুবাইপ্রবাসী। ওই নারী যাওয়ার সময় সাত ভরি স্বর্ণসহ ২১ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুবাইপ্রবাসীর ভাই সাইদুর রহমান সোমবার (১ ডিসেম্বর) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ছয় মাসেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার দয়াগঞ্জ এলাকার ওই নারীর সঙ্গে প্রায় ৯ বছর আগে পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের সাইফুল ইসলামের (৩৫) বিয়ে হয়। তাঁদের ঘরে (১৪) ও (৫) বছরের দুই ছেলেসন্তান রয়েছে।

স্বামী বিদেশ থাকার সুযোগে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ওই নারী স্বামী-সন্তান রেখে বাড়ি থেকে চলে যান। গত ছয় মাসেও খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

তালাকের ১ মাসের মাথায় ফের বিয়ে করলেন ত্বহা-সাবিকুন

হঠাৎ বিদেশে শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরকে সিডিএফ নিয়োগ নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ৩ বাহিনীর প্রধানেরা

তালাকের পরে ফের বিয়ে নিয়ে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ