নারায়ণগঞ্জ প্রতিনিধি
হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আংশিক সাক্ষ্য প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তা। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন। মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে আছে। আজকে আমরা মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে জেরা করেছি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে তাঁকে ফের জেরা করা হবে।
তিনি আমাদের অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে, তিনি বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি। আলোচিত এই মামলায় যেই তদন্তকারী কর্মকর্তা মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করে না, তখনই বোঝা যায় এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।’
আইনজীবী ওমর ফারুক আরও বলেন, ‘বাদীকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে তা তদন্তকারী কর্মকর্তা জানেন না। বাদীর ছেলে জানিয়েছিল, তাঁকে ফাস্ট ইন্টারন্যাশনাল হোটেলে আটক রেখেছিল। অথচ আয়ু এই হোটেল চিনেন না। তিনি কারও কাছ থেকে তথ্য নেননি এবং সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। একটি গোঁজামিলের তদন্ত প্রতিবেদন দিয়েছেন।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে দুই দিন জেরা করেছেন। আরও এক দিন জেরা করার জন্য সময় চেয়েছেন। তাঁরা ইচ্ছে করেই সময়ক্ষেপণ করছেন। এখন পর্যন্ত যাঁরা সাক্ষী দিয়েছেন সকলেই বাদীর পক্ষে সাক্ষী দিয়েছেন।’
এর আগে (মঙ্গলবার) সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে মামুনুল হককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় তাঁকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত পাড়ায় ভিড় লক্ষ্য করা যায়।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তাঁর কথিত স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে আটক করেন। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত সেই স্ত্রী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।
হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আংশিক সাক্ষ্য প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তা। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন। মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে আছে। আজকে আমরা মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে জেরা করেছি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে তাঁকে ফের জেরা করা হবে।
তিনি আমাদের অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে, তিনি বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি। আলোচিত এই মামলায় যেই তদন্তকারী কর্মকর্তা মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করে না, তখনই বোঝা যায় এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।’
আইনজীবী ওমর ফারুক আরও বলেন, ‘বাদীকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে তা তদন্তকারী কর্মকর্তা জানেন না। বাদীর ছেলে জানিয়েছিল, তাঁকে ফাস্ট ইন্টারন্যাশনাল হোটেলে আটক রেখেছিল। অথচ আয়ু এই হোটেল চিনেন না। তিনি কারও কাছ থেকে তথ্য নেননি এবং সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। একটি গোঁজামিলের তদন্ত প্রতিবেদন দিয়েছেন।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে দুই দিন জেরা করেছেন। আরও এক দিন জেরা করার জন্য সময় চেয়েছেন। তাঁরা ইচ্ছে করেই সময়ক্ষেপণ করছেন। এখন পর্যন্ত যাঁরা সাক্ষী দিয়েছেন সকলেই বাদীর পক্ষে সাক্ষী দিয়েছেন।’
এর আগে (মঙ্গলবার) সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে মামুনুল হককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় তাঁকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত পাড়ায় ভিড় লক্ষ্য করা যায়।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তাঁর কথিত স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে আটক করেন। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত সেই স্ত্রী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে