লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগে নেতাকে ৫০০ ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জিয়া চৌধুরী (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এ তথ্য জানিয়েছেন।
ভুক্তভোগী মো. আরজ আলী ওরফে লিচু কাজী ইতনা ইউনিয়ন পাংখারচর গ্রামের বাসিন্দা এবং ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দিনু মোল্লার দোকানের সামনে পৌঁছালে চরদৌলতপুর গ্রামের জিয়া চৌধুরী তাঁকে ডেকে বসান। এ সময় কৌশলে পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢোকাতে গেলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইয়াবার প্যাকেটটি পকেটে ঢুকিয়ে জিয়া চলে যান। পরে পুলিশ লিচু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা লিচু কাজীর ইয়াবা সম্পৃক্ততা নিয়ে সন্দেহ হলে এর সত্যতা জানতে মাঠে নামে লোহাগড়া থানা-পুলিশের একটি দল। অভিযান চালিয়ে ডিক্রিরচর গ্রামের জাহিদ চৌধুরীর বাড়ি থেকে জিয়াকে আটক করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় থানা হেফাজত থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতা কাজী আরজ আলী ওরফে লিচু কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় করতে সুপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি।’ এ ঘটনার সঙ্গে জড়িত জিয়াসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগে নেতাকে ৫০০ ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জিয়া চৌধুরী (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এ তথ্য জানিয়েছেন।
ভুক্তভোগী মো. আরজ আলী ওরফে লিচু কাজী ইতনা ইউনিয়ন পাংখারচর গ্রামের বাসিন্দা এবং ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দিনু মোল্লার দোকানের সামনে পৌঁছালে চরদৌলতপুর গ্রামের জিয়া চৌধুরী তাঁকে ডেকে বসান। এ সময় কৌশলে পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢোকাতে গেলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইয়াবার প্যাকেটটি পকেটে ঢুকিয়ে জিয়া চলে যান। পরে পুলিশ লিচু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা লিচু কাজীর ইয়াবা সম্পৃক্ততা নিয়ে সন্দেহ হলে এর সত্যতা জানতে মাঠে নামে লোহাগড়া থানা-পুলিশের একটি দল। অভিযান চালিয়ে ডিক্রিরচর গ্রামের জাহিদ চৌধুরীর বাড়ি থেকে জিয়াকে আটক করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় থানা হেফাজত থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতা কাজী আরজ আলী ওরফে লিচু কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় করতে সুপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি।’ এ ঘটনার সঙ্গে জড়িত জিয়াসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২১ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৩১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে