Ajker Patrika

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

­­­নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১: ২৩
কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। ছবি: আজকের পত্রিকা
কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। ছবি: আজকের পত্রিকা

উত্তরের জেলা নওগাঁয় দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। কমছে তাপমাত্রা, বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হালকা কুয়াশার সঙ্গে শীতের অনুভূতি বাড়ে। রাতভর কুয়াশায় ঢেকে থাকে এলাকা। সকাল গড়ালে সূর্যের আলোয় কমে ঠান্ডা অনুভূতি। দুপুর থেকে বিকেল পর্যন্ত রোদের দাপটে গরম লাগে।

সদর উপজেলার হাপানিয়া এলাকার জয়নাল আবেদীন বলেন, ‘দিনে গরম থাকে, কিন্তু সন্ধ্যা হলেই শীত পড়ে। রাতে কম্বল ছাড়া উপায় থাকে না।’

বরুনকান্দি এলাকার ভ্যানচালক সোবহান বলেন, ‘সন্ধ্যার পর বাতাসের কারণে রিকশা-ভ্যান চালানো কষ্ট হয়ে যায়। আজ সূর্য ওঠার আগপর্যন্ত কুয়াশা ছিল। ভোরে যাত্রীও পাওয়া যায় না।’

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে: পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় আটক তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় আটক তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ঠিকাদারসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাঁদেরকে ৯৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলি জমিতে মোশারফ হোসেন নামের এক ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও নুসরাত জাহান অভিযান চালিয়ে দুই সহযোগীসহ ঠিকাদারকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।

ঠিকাদার মোশারফ হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে তাড়াশের ইউএনও নুসরাত জাহান বলেন, কোনোভাবেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। এতে কৃষিজমি কমে যায়, জলাবদ্ধতা তৈরি হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে। তাই যেখানে অবৈধ পুকুর খননের তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে: পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কালিয়াকৈরে দুই দিনে পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ, বন্ধ ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কাঠালতলী এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
কাঠালতলী এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে দুই দিনে একটি পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ডায়রিয়া ও মাথাব্যথার উপসর্গ নিয়ে তাঁরা ঢাকার মহাখালী কলেরা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলী এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায়।

এলাকাবাসী ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১ ডিসেম্বর) সকালে শ্রমিকেরা কাজ শুরু করেন। কিন্তু সন্ধ্যার পরপরই কয়েকজন শ্রমিক হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকে সহকর্মীরা স্থানীয় সফিপুর তানহা হেলথ কেয়ারে নিয়ে ভর্তি করেন। তখনো কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেনি।

কাঠালতলী এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
কাঠালতলী এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

পরদিন মঙ্গলবারও একই চিত্র দেখা দেয়। সকালে কাজে যোগ দেওয়ার পর আরও বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে তাঁদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গত দুই দিনে অসুস্থ শ্রমিকের সংখ্যা তিন শতাধিক ছাড়ালে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকেলে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

অসুস্থ শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, সোমবার সন্ধ্যা থেকেই বহু শ্রমিক ডায়রিয়া ও মাথাব্যথায় আক্রান্ত হয়। মঙ্গলবার সকালে কারখানায় যাওয়ার পর তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ধারণা, কারখানার ট্যাংকির পানি পান করেই সবাই অসুস্থ হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান চান আতঙ্কিত শ্রমিকেরা।

কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, ‘হঠাৎ অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আমরা তাঁদের দ্রুত হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে তাঁরা চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়ায় ইতিমধ্যে কারখানা এক দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে: পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বনশ্রীতে বাসের চাপায় থেঁতলে গেল পথচারীর মাথা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২: ২৩
বুধবার সকাল ৮টার দিকে বনশ্রীতে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা
বুধবার সকাল ৮টার দিকে বনশ্রীতে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর রামপুরা এলাকার বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার সকাল ৮টার দিকে বনশ্রীর আইডিয়াল স্কুলসংলগ্ন বন্দর নার্সারি গ্যাপের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে নার্সারি গ্যাপের সামনে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অছিম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৮৩৪০) ওই পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসের চাপায় তাঁর মাথা থেঁতলে মগজ বেরিয়ে যায়। ঘটনার পরপরই বাসটি আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের পুলিশ কর্মকর্তা (ট্রাফিক) নুরুস সামাদ বাপ্পি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে: পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢামেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৪
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক কয়েদি ঢাকা মেডিকেলে মারা গেছেন। ওই কয়েদির নাম আব্দুল, বয়স ৭৫ বছর। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কারারক্ষীরা ওই কয়েদিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক কয়েদি আব্দুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই কয়েদিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক আরও জানান, কয়েদি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আব্দুল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মামলার বিবরণ জানা যায়নি। আব্দুলের বাবার নাম মিরজান আলী। তাঁর কয়েদি নম্বর ৫৩৬৭/এ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে: পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত