নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলায় মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ‘বিকাশের’ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃক ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল এবং মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন। এরপর অভিযানে নামে র্যাব-৫ নাটোর ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নওগাঁর সাপাহারে বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কৌশলে বিকাশ পিন কোড হাতিয়ে নিতেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
নওগাঁর সাপাহার উপজেলায় মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ‘বিকাশের’ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃক ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল এবং মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন। এরপর অভিযানে নামে র্যাব-৫ নাটোর ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নওগাঁর সাপাহারে বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কৌশলে বিকাশ পিন কোড হাতিয়ে নিতেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
৬ মিনিট আগেসুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
২৩ মিনিট আগেলাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা
২৪ মিনিট আগেসিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২৫ মিনিট আগে