Ajker Patrika

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত জামালপুর সদর উপজেলার মৃত আয়নাল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও তাঁর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত