Ajker Patrika

জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫২
জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা

ময়মনসিংহের নান্দাইলে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই প্রার্থীর কর্মী-সমর্থকেরা জীবন্ত পাখিটি নিয়ে প্রচারণা চালায় এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়। 

আজ বৃহস্পতিবার উপজেলার মুশুল্লী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছে, মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে স্বতন্ত্র প্রার্থীর অফিসে প্রচারণায় জীবন্ত ঈগল পাখি ব্যবহার করা হয়। এ সময় ঈগল পাখিটির পা ও ডানা বাধা অবস্থায় ছিল। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে আনন্দ উল্লাস করাসহ নির্বাচনী প্রচারণা করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়। 

ময়মনসিংহের নান্দাইলে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা। ছবি: সংগৃহীতএ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদ্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের কর্মী আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, মানুষকে দেখানোর জন্য পাখিটি ধরেছিলাম। তবে তা ছেড়ে দেব।’ 

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল আজকের পত্রিকার বলেন, ‘আমি বিষয়টি মাত্রই শুনেছি। এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত