Ajker Patrika

৩২ বছরের এমপি জীবনে কখনো দুর্নীতি করিনি: মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
৩২ বছরের এমপি জীবনে কখনো দুর্নীতি করিনি: মির্জা আজম

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় কখনো দুর্নীতি করেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ মাদারগঞ্জের সংসদ সদস্য মির্জা আজম।

আজ শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার ঘোষবাগে মাদারগঞ্জ সমিতি ঢাকা’র আয়োজনে মাদারগঞ্জ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা আজম বলেন, ‘৩২ বছরের এমপি জীবনে আমি কখনো দুর্নীতি করিনি। সব সময় সৎ জীবন যাপনের চেষ্টা করেছি।’ 

সংসদ সদস্য আরও বলেন, ‘অনেক এমপির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ শোনা যায়। ওই এলাকার ভোটাররাই লজ্জিত হয় তাদের কর্মকাণ্ডে। আমি নিঃস্বার্থভাবে দলমতের ঊর্ধ্বে সকলের উপকার ও পাশে থাকার চেষ্টা করেছি।’ 

সমিতির সভাপতি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাহমুদ উন নবী তরফদার লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহরুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান কমল এনডিসি, মাদারগঞ্জ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবুল, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত