শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারের কোরাইশী কমপ্লেক্সে মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় আন্তজেলা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ব্যাগভর্তি ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের নওহাটা মহল্লার মো. আকরাম, গৌরীপুর মহল্লার বাবু, খরমপুর মহল্লার শিমুল মিয়া, পূর্ব সুলতানপুর গ্রামের হৃদয় রহমান, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরসামসউদ্দিন গ্রামের রাসেল, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইকভাঙ্গা গ্রামের রিয়াজু, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের মো. হোসেন, একই উপজেলার বিল্লালপুর গ্রামের ইউনুস, রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার রানা ও মো. ফারুক।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে শহরের রঘুনাথবাজারস্থ কোরাইশী কমপ্লেক্সের মাহি টেলিকমের মালিক মো. কামারুজ্জামান মিন্টু তালুকদার তাঁর দোকান বন্ধ করে বাড়ি যান। আজ ভোরে চোর চক্র কোরাইশী কমপ্লেক্সের প্রধান গেটের তালা কেটে ভেতরে ঢুকে দোকানের শাটারের তালা ভেঙে ৫৫টি অ্যান্ড্রয়েড ফোন চুরি করে। ফোনগুলো ব্যাগে ভরে নিয়ে পালানোর সময় শহরের টহল পুলিশের উপপরিদর্শক (এসআই) আইনাল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের কাছ থেকে দুটি রড কাটার মেশিনসহ তিনটি ব্যাগে ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দোকানের মালিক মো. কামারুজ্জামান মিন্টু তালুকদার জানান, তাঁর দোকান থেকে চুরি করে পালানোর সময় জব্দ মোবাইল ফোনগুলোর মূল্য প্রায় ১১ লাখ টাকা।
পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে।
শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারের কোরাইশী কমপ্লেক্সে মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় আন্তজেলা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ব্যাগভর্তি ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের নওহাটা মহল্লার মো. আকরাম, গৌরীপুর মহল্লার বাবু, খরমপুর মহল্লার শিমুল মিয়া, পূর্ব সুলতানপুর গ্রামের হৃদয় রহমান, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরসামসউদ্দিন গ্রামের রাসেল, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইকভাঙ্গা গ্রামের রিয়াজু, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের মো. হোসেন, একই উপজেলার বিল্লালপুর গ্রামের ইউনুস, রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার রানা ও মো. ফারুক।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে শহরের রঘুনাথবাজারস্থ কোরাইশী কমপ্লেক্সের মাহি টেলিকমের মালিক মো. কামারুজ্জামান মিন্টু তালুকদার তাঁর দোকান বন্ধ করে বাড়ি যান। আজ ভোরে চোর চক্র কোরাইশী কমপ্লেক্সের প্রধান গেটের তালা কেটে ভেতরে ঢুকে দোকানের শাটারের তালা ভেঙে ৫৫টি অ্যান্ড্রয়েড ফোন চুরি করে। ফোনগুলো ব্যাগে ভরে নিয়ে পালানোর সময় শহরের টহল পুলিশের উপপরিদর্শক (এসআই) আইনাল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের কাছ থেকে দুটি রড কাটার মেশিনসহ তিনটি ব্যাগে ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দোকানের মালিক মো. কামারুজ্জামান মিন্টু তালুকদার জানান, তাঁর দোকান থেকে চুরি করে পালানোর সময় জব্দ মোবাইল ফোনগুলোর মূল্য প্রায় ১১ লাখ টাকা।
পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সায়মা আক্তার (১৮) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন আজ সোমবার দুপুরে কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। পরে কলেজের চলমান সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন না মর্মে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়েন তিনি। ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান খান সাদি এসব কথা
১৬ মিনিট আগেশ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের ময়না ডেইরি ফার্মসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
১৭ মিনিট আগেযৌন হয়রানিতে অভিযুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রীকে অশোভন আচরণ, একান্ত সাক্ষাতের চাপ ও গাড়িতে ভ্রমণের প্রস্তাবের অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগে